করোনা: চট্টগ্রামে ৩০০ ছাড়ালো আক্রান্তের সংখ্যা

করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ৩ এপ্রিল নগরের দামপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ৩৯ দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, সিভাসু এবং চমেকের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর মধ্যে ৬৪ জন চট্টগ্রাম জেলার। বাকি ১৬ জন অন্যান্য জেলার।

সোমবার (১১ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

বিআইটিআইডিতে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রামের ৩১ জন, নোয়াখালীর ৭ জন এবং ফেনীর ১ জন রয়েছেন।

চমেকে চট্টগ্রামের ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

সিভাসুতে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রামের ১৮ জন, ফেনীর ১ জন এবং নোয়াখালীর ৭ জন রয়েছেন।