করোনা: চট্টগ্রামে চিকিৎসকসহ শনাক্ত ৫

দেশে দিন দিন বেড়েই চলেছে মহামারী করোনার তাণ্ডব। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও চারজন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এতথ্য জানা গেছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১১।

সূত্র জানায়, করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু রাশেদ চৌধুরী, কমর্চারী চন্দন ধর, ওয়ার্ড বয় মোহাম্মদ হাবিবুর রহমান, জামাল উদ্দিন ও কৃষ্ণ দাস। তাদেরকে চন্দনাইশ মেডিকেল আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানা যায়। গত ১৭ মে এ পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী জানান, চন্দনাইশে এনিয়ে ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।