হাজতি নিখোঁজ: কারাগার পরিদর্শনে তদন্ত দল

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে হাজতি নিখোঁজের ঘটনা তদন্তে কারাগার পরিদর্শনে এসেছেন তদন্ত দল। সোমবার (৮ মার্চ) ১০টার দিকে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত দল ডিআইজি প্রিজন এর কার্যালয়ে যান।

সেখানে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সেখান থেকে কারাগার পরিদর্শনে যান তারা।

গত শনিবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ভবনের পানিসম্যান্ট ওয়ার্ডে থাকা হাজতি ফরহাদ হোসেন রুবেল নিখোঁজ হন। এ ঘটনায় রোববার তিন সদস্যের তদন্ত কমিটি করেন কারা মহাপরিদর্শক।

তদন্ত দলে প্রধান করা হয় খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়াকে। অন্য দুই সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন ও বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদ। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিখোঁজ হাজতি মো. ফরহাদ হোসেন রুবেল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির ছেলে।