বাংলাদেশে প্রবেশকালে আরও ১৫৫ রোহিঙ্গা আটক

রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৫৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ১০ টা পর্যন্ত সাগর ও নাফনদের সীমান্ত দিয়ে টেকনাফ-সেন্টমার্টিনে অনুপ্রবেশকালে ২ বিজিবির হাতে ৭৫ ও সেন্টমার্টিন কোস্টগার্ড ৮০ জনকে আটক করে।

এদিকে সমুদ্রে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় চার জনের লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, আটকদের মানবিক সাহায্য দিয়ে মিয়ানমারে পাঠানো হবে।

তিনি বলেন, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত সাগর ও নাফনদ পার হয়ে টেকনাফ-সেন্টমার্টিনে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৫৫জন রোহিঙ্গাকে আটক করেছে। এছাড়া বুধবার সকালে নৌকা ডুবির ঘটনায় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সাগরের তীরে ভেসে আসা চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু, দুই নারী রয়েছে। লাশগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আটক ১৫৫ জন রোহিঙ্গাকে খাবার, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সহযোগিতা দিয়ে নিজ নিজ সীমান্ত দিয়ে যেকোন সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকালে ৭৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে।

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে সমন্বিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৮৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৫৯ জন ‘রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী’ বলে দেশটির সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম