প্রাইভেটকারের তেলের ট্যাংকে ১০ হাজার ইয়াবা, কারসহ চালক আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কারের তেলের ট্যাংক থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় কার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কারটি। রবিবার দুপুরের দিকে রামুর খুনিয়াপালং ইউপির তুলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম।

আটক মো. আরমান হোসেন (৩৮) মুান্সগঞ্জ জেলার সদর থানা এলাকার নয়াগাওয়ের আফাজ উদ্দীন সর্দারের ছেলে ও পেশায় কার চালক।

রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাতলী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার (ঢাকামেট্টো-খ-১১-৪৯১৬) তল্লাশি করে তেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে জব্দকরা গাড়ি ও ইয়াবাসহ আটককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।