বিপিএলের সময়ে পরিবর্তন আসছে

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠেছে সিলেটে। সুরমা নদীর তীরবর্তী এ শহরে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া সিলেট পর্বের খেলা শেষ হবে ৮ নভেম্বর। বিপিএল এর পর ফিরবে ঢাকায়। ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা-পর্বের খেলার সময়ে পরিবর্তন আসছে। আগের সূচিতে দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময় ছিল বেলা দুইটা। আধা ঘণ্টা এগিয়ে এনে তা বেলা দেড়টায় করা হয়েছে। দ্বিতীয় ম্যাচ সাতটার পরিবর্তে শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

গতকাল এমনটাই জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব বলেন, ‘ঢাকায় আমরা প্রথম খেলাটা এগিয়ে এনে দেড়টার মধ্যে শুরু করব। দ্বিতীয় খেলার মাঝে যে সময়টা আছে সেটা আরও কমিয়ে ছয়টা থেকে শুরু করার চেষ্টা করছি এবং এটা ঢাকা পর্ব থেকে কার্যকর হবে।’

সময় এগিয়ে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘দুই-তিনটা কারণ আছে। প্রথমত রাত হয়ে গেলে যানবাহন সংকট থাকে, খেলা শেষে তখন দর্শকদের ফিরে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। দ্বিতীয়ত শিশির একটা ফ্যাক্টর। তৃতীয়ত প্রত্যেক দিন যেহেতু খেলা থাকে তাই মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব কিছুর জন্য এটা এগিয়ে আনা ভালো। যাতে ম্যাচ শেষে পিচ কিউরেটররা তাড়াতাড়ি কাজটা ধরতে পারে। এসব কিছু চিন্তা করেই আমরা খেলাটা এগিয়ে আনার চিন্তাভাবনা করছি।’

এদিকে ভবিষ্যতে বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আকরাম খান। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘বিপিএল প্রতিনিয়ত উন্নতি করছে। আস্তে আস্তে এটার ভেন্যু বাড়বে। ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্বের ভালো ভালো ক্রিকেটাররা এসে খেলবে।’

দ্বিতীয়বারের মতো বিসিবি পরিচালক পদে নির্বাচিত হওয়া সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন মৌসুমভিত্তিক ক্রিকেট নিয়ে আমরা কাজ করব। সেটা হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। এ ছাড়া আমরা ভালো পেস বোলার পাচ্ছি না। এটার সঙ্গে উইকেট এসব নিয়ে আমরা কাজ করব।’ তিনি আরও বলেন, ‘আমাদের ফাস্ট বোলাররা ইনজুরিতে পড়ছে। আপনারা মোস্তাফিজ-মাশরাফিকে দেখেছেন। এগুলো নিয়ে আমরা চিন্তিত। এগুলো ডেভেলপ করার চেষ্টা করছি।’

দক্ষিণ আফ্রিকায় দলের ভরাডুবির রিপোর্টিং এখনো হাতে পাননি বলে জানিয়ে আকরাম খান বলেন, ‘সব ট্যুর বা সিরিজের পর আমরা রিপোর্ট পাই। যেখানে কোনো ল্যাকিংস থাকলে সেগুলো ডেভেলপ করার চেষ্টা করি। আমরা ২-১ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার রিপোর্ট পেয়ে যাব। তার পর এগুলো নিয়ে কাজ করব।’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৬  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি