বিপিএলে দল পাননি যে ক্রিকেটাররা

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট শেষে দল পাননি ১২৫ স্থানীয় ক্রিকেটার।গতকালের প্লেয়ার ড্রাফট ছিল আকর্ষণ ও চমকহীন। তারপরও ২০৮ জন বিদেশি ক্রিকেটার ও ১৪০ জন দেশি ক্রিকেটারের নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

তবে, ১৪০ জন দেশি ক্রিকেটারের মধ্যে ১২৫ জন ক্রিকেটারই কোনো দল পাননি। এর মধ্যে আছেন জাতীয় দলের হয়ে খেলা তারকা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, ডানহাতি ওপেনার শামসুর রহমান শুভ, পেসার শাহাদাত হোসেন রাজিব, সোহরাওয়ার্দী শুভ, তুষার ইমরান, মার্শাল আইয়ুব, জুনায়েদ সিদ্দিকীর মতো ক্রিকেটাররা।

উল্লেখযোগ্য অবিক্রিত দেশীয় ক্রিকেটার:
জুবায়ের হোসেন লিখন, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, তাসামুল হক, সোহরাওয়ার্দী শুভ, মাইশুকুর রহমান, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, আব্দুল মজিদ, রবিউল ইসলাম, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, সাঞ্জিত সাহা, অভিষেক মিত্র, আব্দুল মজিদ, মেহরাব হোসেন জোসি, মাহবুবুল করিম, অমিত মজুমদার, হামিদুল ইসলাম হিমেল।

আরও আছেন, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, জাবিদ হোসেন, ফজলে আহমেদ রাব্বি, নাসির উদ্দিন ফারুক, সগির হোসেন পাভেল, মোহাম্মদ ফোরকান, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, দেওয়ান সাব্বির রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, শাফাক আল জাবির, মনির হোসেন খান, বিশ্বনাথ হালদার, রাহাতুল ফেরদৌস জাবেদ।

আরও দল পাননি, নাজমুল সাদাত, ইজাজ আহমেদ, শেহনাজ আহমেদ, রম্মান আহমেদ, সালমান হোসেন ইমন, সাদিকুর রহমান, তোহিদুল ইসলাম রাসেল, নাসুম আহমেদ, তাপস ঘোষ, জসিমউদ্দিন, রেজাউল করিম রাজীব, হাবিবুর রহমান জনি, নুর হোসেন, সায়েম আলম চৌধুরী, ইসলামুল আহসান আবির, ইফতেখার সাজ্জাদ ও হুমায়ন কবির শাহীন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top