সুখবর, অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রুবেল!

ভিসা এবং এনওসি সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা যাওয়ার অনুমতি পেলেন পেসার রুবেল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে বিসিবি। তবে রুবেল হোসেনের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার সমাধান অবশেষে হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস।

বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে সমস্যা সমাধানে সহায়তা করেছে।

নাম সংক্রান্ত জটিলতায় শনিবার বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে জোহানেসবার্গে যেতে পারেননি রুবেল। সতীর্থদের মতো এই পেসোরের বৈধ ভিসা থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ইমিগ্রেশনের নতুন নিয়ম অনুযায়ী বিমানে ওঠার জন্য পাঠানো তালিকাতেও যাত্রীর নাম থাকতে হয়। সেখানে নাম না থাকায় এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে যেতে হয় তাকে।

রুবেল না যেতে পারলে তার পরিবর্তে কামরুল হাসান রাব্বি অথবা মোহাম্মদ সাইফুদ্দিনকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা চলছিলো বলে জানায় বিসিবি।

এদিকে বেনোনিতে শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না রুবেল।

বাংলাদেশ সময় : ১৯০৯ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ