শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের প্রলেপযুক্ত জামা প্যান্ট পরা এক যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে পরিহিত বিভিন্ন জামা থেকে এক কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ আলাদা করে জব্দ করা হয়েছে। একইসঙ্গে মো. জিয়াউল হক নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযুক্ত জিয়াউলের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।

গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার সকালে ১০ টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান জিয়াউল। এ সময় তার পরনে থাকা গ্যাঞ্জি, প্যান্ট এবং অন্তর্বাস স্বর্ণের প্রলেপযুক্ত ছিল। তার পরিধানে থাকা এসব কাপড় নগরের হাজারি গলিতে এনে স্বর্ণ আলাদা করা হয়।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৯০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি কৌশলে স্বর্ণগুলো আনার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Scroll to Top