অনিয়ন্ত্রিত আতশবাজি নিয়ন্ত্রণের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের

সারাদেশের অনিয়ন্ত্রিত আতশবাজি নিয়ন্ত্রণের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। প্রাণী অধিকার বিষয়ক সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন, পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং মানবাধিকার সংগঠন গণ অধিকার ফাউন্ডেশন এ রিট দায়ের করেছে।

আজ রোববার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে সংগঠনগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রফিকুল ইসলাম জনস্বার্থে এ রিট আদালতে শুনানির জন্য দাখিল করেন। এসময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শেখ রোবাইয়েত ইসলাম।

Leave a Comment