শাহবাগ থানার সামনে জব্দ করা বাসে আগুন

রাজধানীর শাহবাগ থানার সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানার সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি শাহবাগ থানার সামনে ডাম্পিং অবস্থায় রাখা ছিলো।

পুলিশ জানায়, বাসটি যাত্রীবাহী ছিল না, এটি শাহবাগ থানার জব্দ করা বাস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে অসাবধানতার কারণে আগুন লাগতে পারে। তবে নাশকতার উদ্দেশ্য আগুন লাগানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একাধিক বাস, ট্রাকসহ একাধিক গাড়িতে ও ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।