কেনাকাটা করতে গিয়ে থাপ্পড়-ঘাড় ধাক্কা, যা বললেন জাবি ছাত্রী

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার গাউছিয়া মার্কেটে অলংকার কিনতে গিয়ে দোকানের হাতে চড় থাপ্পড় খেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুধু তাই নয়, চড় থাপ্পড় মারার পরে ওই ছাত্রীকে ঘাড় ধরে দোকান থেকে বের করেও দিয়েছেন দোকানদার।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে গাউছিয়া মার্কেটের ‘ইয়েলো কালেকশন’ নামের এক দোকানে এই ঘটনা ঘটেছে। পরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সেই দোকান থেকে তিন ব্যক্তিকে করেছে নিউমার্কেট থানা পুলিশ।

জানা গেছে, মারধরের পর ওই ছাত্রীকে মার্কেটের মধ্যেই সেই দোকানের তিন/চার জন কর্মচারী মিলে ফলো করা শুরু করে। অন্য কোনো দোকানে ঢুকলেও সে দোকানে গিয়ে হাজির হচ্ছিলেন ওই দোকানের কর্মচারীরা। ফলে বাধ্য হয়ে সাহায্যের জন্য পুলিশে খবর দেন তিনি। পরে নিউমার্কেট থানা পুলিশ গিয়ে তাকে মার্কেট থেকে উদ্ধার করে নিয়ে আসে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে আমার এক বান্ধবীকে নিয়ে কেনাকাটা করতে গাউছিয়া মার্কেটে গিয়েছিলাম। ওই মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামে একটা দোকানে আমরা সেখানে থাকা অলংকারের দাম জানতে চাই। অলংকারের দাম নিয়ে দরাদরি করছিলাম। তখন হঠাৎ দোকানের ক্যাশ কাউন্টারে বসা এক কর্মচারী বলে উঠে এক দাম ১০০ টাকা। নিলে নেন, না নিলে দোকান থেকে বের হয়ে যান।’

ভুক্তভোগী ওই নারী বলেন,‘তার এমন কথা শুনে আমি বলি খারাপ আচরণ করছেন কেন? তখন ওই ব্যক্তি চিৎকার করতে করতে অশ্লীল ভাষায় আমায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে সে আমায় চড় থাপ্পড় মেরে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেয়। ’

ভুক্তভোগী আরও বলেন, ‘এমন ঘটনার পরে আমরা হকার্স মার্কেটে যাই। সেখানেও ইয়েলো কালেকশনের তিন/চারজন দোকানের কর্মচারীরা আমাদের অনুসরণ করে। এসময় নিজেদের খুব অসহায় মনে হচ্ছিল। এর পর নিউমার্কেট থানায় যোগাযোগ করি৷ পুলিশ এসে আমাদের মার্কেট থেকে বের করে নিয়ে যায়।’

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ইয়েলো কালেকশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে৷ ওই নারী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top