এখনও পরিচয় মেলেনি ব্যাগে মোড়ানো সেই নবজাতকের

উদ্ধারের ৩ দিনেও পরিচয় মেলেনি রাজধানীর খিলগাঁওয়ে ময়লার স্তুপে ব্যাগে মোড়ানো পাওয়া সেই নবজাতকের। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত অভিভাবক হিসেবে ডাক্তার-নার্সরাই তাকে সেবা-যত্ন করছেন। বুধবার (৪ অক্টোবর) পর্যন্ত তার পরিচয় বের করা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জী জানান, নবজাতককে ইনকিউবেটরে রেখে প্রয়োজনীয় তাপ দেয়া হচ্ছে। তার স্যালাইন চলছে। তবে এখনও মুখে তরল খাবার তুলে দেয়া হয়নি। নবজাতক এখনও ঝুঁকিমুক্ত নয়।

গত সোমবার (২ অক্টোবর) সকালে খিলগাঁওয়ের সি ব্লকের ২২৭ নম্বর বাসার সামনে রাস্তায় ময়লার স্তপে পলিথিনের শপিং ব্যাগ নিয়ে দুটি বিড়াল টানাহেঁচড়া করছিলো। এ সময় পথচারী এক নারী ব্যাগটি নাড়া দিতেই ভেতর থেকে নবজাতকের কান্না ভেসে আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটিকে উদ্ধারের পর খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, তারা জানতে পেরেছেন একজন নারী ব্যাগে ভরে ওই নবজাতককে ফেলে রেখে যায়। তাকে এখনও শনাক্ত করা যায়নি। কেউ নবজাতকের দাবি নিয়েও আসেননি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ