মানিকগঞ্জে শুরু হয়েছে ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম

আজ থেকে মানিকগঞ্জে একশ বেডের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন ভবনে এই কার্যক্রম শুরু করা হয়। এই হাসপাতালে ২টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ জানান, এখনো দক্ষ জনবলের সংকট রয়েছে। এখন থেকে এখানে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি হতে পারবে। তবে নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠাতে হবে।

জেলায় এ পর্যন্ত ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এদের মধ্যে ২১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।