মিরপুরের আত্মঘাতী কিশোরের ফোনে মিলেছে ব্লু হোয়েলের তথ্য!

রাজধানীর মিরপুরে মরণঘাতী \’ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে তিনদিন আগে আত্মঘাতী হয়েছে কিশোর সায়েম দেওয়ান (১৫)। এবার তার মোবাইলের মেমোরি কার্ডে ইন্টারনেটে নিষিদ্ধ দুর্লভ গেম ‘ব্লু হোয়েলের’ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সায়েম মণিপুর স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করেছিল। এরর পর বাবার চায়ের দোকানের পাশে লাইটার বিক্রি করত সে। গত সোমবার মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় হাতে নীল তিমির ছবি এঁকে আত্মহত্যা করে সায়েম। এ সময় তার মোবাইল ফোনটি ভাঙা অবস্থায় উদ্ধার করে পুলিশ পরীক্ষার জন্য নিয়ে যায়।

সেই ফোনের মেমোরি কার্ডেই ব্লু হোয়েলের তথ্য পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানান পুলিশের মিরপুর অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সায়েমের ফোনের মেমোরি কার্ড থেকে ব্লু হোয়েল (নীল তিমি) গেমসের তথ্য পাওয়া গেছে। এ থেকে মনে হচ্ছে, সে ব্লু হোয়েল খেলত।

এ ছাড়া তার মুঠোফোনের মেমোরি কার্ডে ২৫টির মতো অন্ধকারের ছবি পাওয়া গেছে। আর আত্মহত্যার আগে সায়েম জ্যামিতি বক্সের কাঁটা-কম্পাস দিয়ে ফুঁড়ে ফুঁড়ে হাতে নীল তিমি এঁকেছিল বলে জানান তিনি।

ফোনটির ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল