বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, কলেজছাত্রীকে ‘অস্ত্র ঠেকিয়ে অপহরণ’

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী সাভারের একটি কলেজে স্নাতক প্রথমে বর্ষের ছাত্রী।

সোমবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে আশুলিয়ায় থানায় একটি মামলা করেছেন অপহৃতের বাবা।

কলেজছাত্রীর এক চাচা জানান, আশুলিয়ার কুমকুমারী এলাকার একটি হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আতাউর রহমানের ছেলে লেমন মিয়া (২২) তার ভাতিজিকে অপহরণ করেছে। কলেজে যাওয়ার পথে লেমন প্রায়ই তার ভাতিজিকে উত্ত্যক্ত করত। কয়েক দিন ধরে লেমন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

তিনি আরও জানান, দুদিন আগে লেমন তাদের বাড়িতে এসে তার ভাতিজিকে বিয়ের প্রস্তাব দেয়। তবে তারা ওই প্রস্তাবে রাজি হননি। এরপর থেকেই লেমন তার ভাতিজিকে তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে