অবশেষে সেই আলোচিত ‘জিনের বাদশা’ আটক

অবশেষে আলোচিত সেই ‘জিনের বাদশা’ রঞ্জু আহমেদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার রামনাথপুর এলাকা থেকে তিন সহযোগীসহ তাকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন, মোঃ আনিছুর রহমান (২০), মোঃ আল আমিন (২০) ও মোঃ জাহাঙ্গীর আলম (২৮)।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোবারক হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ আগস্ট কেরানীগঞ্জের কদমপুর এলাকা কুয়েত প্রবাসী রবিউল্লাহর স্ত্রী সালমা ইসলামের কাছে জিনের বাদশা পরিচয় দিয়ে রঞ্জু আহমেদ তার কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮ লাখ ৩৩ হাজার টাকা ও চার টি মুঠোফোন লুট করে। যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। পরে এবিষয়ে অভিযোগ পেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা থেকে তাদেরকে আটক করা হয়।

ওসি মনিরুল ইসলাম জানান, প্রতারকদের কাছে থেকে ১ লাখ টাকা উদ্ধার করা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ