শাহজালালে আমদানি নিষিদ্ধ ২২০ কার্টন সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শারজাহ-ঢাকাগামী এয়ার এরাবিয়া ফ্লাইটে (জি-৯৫১৭) করে আসা যাত্রী চট্টগ্রামের শাহাদত হোসেনের (৩৩) কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

এরআগে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট থেকে মালামাল সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তার ব্যাগে কিছু আছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি কিছু নেই বলে জানান। পরবর্তীতে তার ব্যাগে স্ক্যান করে শুল্কযুক্ত পণ্যের ইমেজ দেখতে পায় কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসময় ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে ২২০ কার্টুন ৩০৩ ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়।

সাইদুল জানান, আটক সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। জব্দ পণ্যের বিষয়ে ১৯৬৯ শুল্ক আইনে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ