যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ ৭ ডাকাত আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ লাখ টাকা ও তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ উদ্দিন এসব তথ্য জানান।

ফরিদ উদ্দিন বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় গত ১৯ তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত সদস্য আক্তার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় গতরাতেও (রোববার) যাত্রাবাড়ী এলাকায় আবারও ডাকাতি সংঘটিত হবে। এই তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আওলাদ হোসেনসহ আরো সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, এসময় গ্রেপ্তারকৃত কাছ থেকে লুণ্ঠিত ৬ লাখ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আওলাদ জানান, রোববার রাতে যাত্রাবাড়ী এলাকায় আরো একটি ডাকাতির প্রস্তুতির সিদ্ধান্ত হয়েছে। তার ওই তথ্যের ভিক্তিতে ডাকাতির প্রস্তুতকালে ৭ জনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই।

তিনি বলেন, অভিযানের সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।এতে দুই পুলিশসহ এক ডাকাত আহত হয়।

ফরিদ উদ্দিন বলেন, ডেমরা জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার শাহ মো. ইফতেখারের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ইফতেখায়রুল ইসলামের সহযোগিতায় এসআই জাকির হোসাইন ও বিল্লাহ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে