নিউমার্কেটের খাবারের সেই দোকানের সামনে ময়লার স্তূপ!

নিউমার্কেটের ৪ নম্বর গেইটের ভেতরে ‘ক্যাপিটাল হোস্টেল’ নামে এক খাবার দোকান থেকে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষের সূত্রপাত। গত সোমবার মধ্যরাতে শুরু হওয়া সংঘর্ষ গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত গড়ায়।

এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে ওই দোকানের সামনে দেখা যায় ময়লার স্তূপ। নিউমার্কেটের দোকানকর্মীদের অভিযোগ, সংঘর্ষের জের ধরে সকালে দোকান যেন না খুলতে পারে সে উদ্দেশ্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভ্যানে করে আবর্জনা এনে ফেলে রেখে যায়। তবে এ অভিযোগ বিষয়ে শিক্ষার্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউমার্কেটের উত্তর-পূর্ব কোণের ৪ নম্বর গেইটের পাশাপাশি দুই নম্বর গেইটের (বলাকা সিনেমার বিপরীতে) সামনেও ময়লার স্তূপ দেখা যায়‌।

ওই এলাকার এক ব্যবসায়ী বলেন, সকালে ছাত্ররা গেইটের সামনে ময়লার গাড়ি এনে ময়লা ফেলে যায়। দুই নম্বর ও চার নম্বর, দুই গেইটেই ময়লা ফেলে যায়। সকালে ময়লা ফেলে ছাত্ররা বলে যায়- দোকান খুলতে দেবে না।

জানা যায়, সোমবার রাতে ক্যাপিটাল হোস্টেলে খাবার খেতে গিয়েছিল ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী। দাম নিয়ে তর্কাতর্কির জেরে দোকানকর্মীরা তাদের পেটায় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে মধ্যরাতে ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা দলবলে বেরিয়ে নিউ মার্কেটে গেলে বাধে সংঘর্ষ। পুলিশের হস্তক্ষেপে রাতে সংঘর্ষ থামলেও মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।