বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মনে করছে \”ড্যাপ\” বাস্তবায়নযোগ্য নয়

রাজউকের করা ঢাকা মহানগরীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নযোগ্য নয় বলে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মনে করে।

আজ সোমবার (২৬ সেপ্টম্বর) সকালে ঢাকার আইইবি সেন্টারে স্থপতি ইকবাল হাবিব ড্যাপ নিয়ে ‘অংশীজন আলোচনায়’ এ কথা জানান। স্থপতি ইকবাল হাবিব বলেন, ড্যাপে কেবল সরকারি আবাসিক প্রকল্প সুবিধা বিবেচনা করা হয়েছে। এর বাইরে মুগদা, যাত্রাবাড়ী বা মিরপুরসহ জনবহুল অঞ্চলের মানুষদের উন্নয়ন আটকে রাখার পরিকল্পনা করা হয়েছে। ড্যাপে উচু ভবন তৈরিতে যেসব বিধি-নিষেধ দেয়া হয়েছে সবক্ষেত্রে তা যুক্তিসঙ্গত নয়।

ইকবাল হাবিব আরও বলেন, বিশেষ গোষ্ঠীকে সহায়তা দিতেই নিচু অঞ্চলে ছোট স্থাপনা তৈরির অনুমোদন দেয়া হয়েছে। আলোচনায় রিহ্যাব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন। নগর উন্নয়নে কাউকে বিশেষ সুবিধা দেয়া ঠেকাতে সোচ্চার হওয়ার কথা বলেন তারা। রাজধানীতে অধিক জনসংখ্যার চাপ সামলাতে ড্যাপ সংশোধনের দাবি জানান তারা।