প্রশিক্ষণ শেষে ১৫৩জন সৈনিক যুক্ত হলো সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে রিক্রুট ব্যাচ ২০২২ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে বিভিন্ন ইউনিটে যুক্ত হলো ১৫৩জন সৈনিক।

আজ সোমবার সকালে রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল এর মেজর হাসিব প্যারেড স্কয়ারে রিক্রুট ব্যাচ ২০২২ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।

১৫৩ জন রিক্রুট সদস্যদের ৩৬ সপ্তাহ ট্রেনিং শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সার্বিকভাবে সেরা রিক্রুট সৈনিক মোরছালীন, সার্বিকভাবে ২য় সেরা রিক্রুট সৈনিক মো. মনিরুল ইসলাস এবং সার্বিকভাবে ৩য় সেরা রিক্রুট সৈনিক মো. সাগর আলী\’কে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।