দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে ২ জন নিহত, আটক ১০

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল বাকী ও মোস্তাফিজুর রহমান নামে ২ জন প্রতিপক্ষের আঘাতে মৃত্যু হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।

গত সোমবার দিবাগত রাতে আবদুল বাকী এবং মঙ্গলবার দিবাগত রাতে মোস্তাফিজুর রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির।

গত সোমবার বিকালে ভবানীপুর মুন্সিপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হন। এদের মধ্যে ২ জন মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অপর ৪ জন হলেন মনিরুজ্জামান, আনজেমান, আব্দুল লতিফ ও মেজবাউল।

নিহত আব্দুল বাকী (৫৫) বিরামপুর পৌর এলাকার পার ভবানীপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে। অপরজন নিহত মোস্তাফিজুর রহমান (৩৬) বিরামপুর উপজেলার ভবানীপুর মুন্সিপাড়ার বাসিন্দা।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, পার ভবানীপুর মুন্সিপাড়া গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উভয় পক্ষের মধ্যে। সোমবার দুপুরে কচু ক্ষেতের জমিতে পরিচর্যা করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ৬ জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকী মারা যান। এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।