বরগুনায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, জেলা লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় এবার ৭২ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরগুনায় এই বৈশ্বিক মহামারীতে দুজন মারা গেছেন। মৃত ওই বৃদ্ধের নাম খলিলুর রহমান । তিনি বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করেছেন

তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৭২ বছর বয়সী খলিলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া বামনায় একজন সাংবাদিক ও বরগুনা জেনারেল হাসপাতালে তিনজনসহ নয়জন করোনা রোগী রয়েছেন। সার্বিক বিবেচনায় বরগুনা জেলাকে শনিবার বেলা ১২টা হতে লকডাউন ঘোষণা করা হল।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব আহসান বলেন, রাতেই মৃত ব্যক্তির দাফন করা হবে। দাফনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।