কুড়িগ্রামে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা যুবকের করোনা শনাক্ত

কুড়িগ্রামে আরও একজনের শরীরে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনজনে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত যুবক (৪৫) কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার পাঠানপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে গত ১৩ এপ্রিল কুড়িগ্রাম আসেন। এরপর তার নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হলে সোমবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের জরুরী সেবা কেন্দ্র থেকে জানানো হয় এ পর্যন্ত জেলায় ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে ১৫৬ জনের প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৫৩ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৩জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেল। পজেটিভ ৩জনের মধ্যে একজন রৌমারী, একজন ফুলবাড়ি এবং একজন কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা।