করোনা: বগুড়া নতুন করে ৭ জন করোনা রোগী আক্রান্ত

শিশু ও নারীসহ নতুন করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের করোনা রোগী শনাক্ত হলো। বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, বুধবার ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষার পর সাতটি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নন্দীগ্রামের ১২ বছরের এক কন্যা শিশু, শাজাহানপুরের ২৭ বছরের এক নারী, বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছরের এক ব্যক্তি, সোনাতলা উপজেলার ৪৫ বছরের এক ব্যক্তি, সারিয়াকান্দি উপজেলার ২৮ বছরের এক যুবক, ধুনট উপজেলার ২২ বছরের এক যুবক ও দুপচাঁচিয়া উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ রয়েছে।

প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়াকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Scroll to Top