না ফেরার দেশে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া বাদেদেউলী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ ১৯৭০ সালের ২৭ মে ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে তার বীরত্বগাঁথা ভূমিকা ছিল।

যুদ্ধপরবর্তী সময়ে তিনি বাংলাদেশ রাইফেলসের (প্রাক্তণ বিডিআর) ৩৬ ব্যাটালিয়নে যোগদান করেন। ২৬ বছর চাকরি জীবন শেষে নায়েক পদবী নিয়ে ১৯৯৬ সালের ৪ আগস্ট অবসর নেন।

মরহুমের ছোট ছেলে রেজাউল হক বলেন, বিকেলে তার বাবার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। এরপর রাত ৯টার দিকে হযরত গোলাপশাহ মাজার সংলগ্ন পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে। তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Scroll to Top