শিবচরে গোপনে লাশ দাফন; পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত

দিন দিন ভয়ঙ্কর রুপ ধারণ করছে করোনার মহামারী। মাদারীপুরের শিবচরে গোপনে দাফনকৃত ঢাকার মাংস বিক্রেতার পরিবারের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার জেলার ১০১টি নমুনার ফলাফল এসেছে। এতে দেখা যায়, নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া তিনজন শিবচর উপজেলার উমেদপুর এলাকায়। তারা তিনজন একই পরিবারের। দুইজন আপন ভাই (৪০) ও বোন (৩৫) এবং একজন চাচাত বোন (২৫)।

শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, এই পরিবারের এক সদস্য মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন করা হয়। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা শনাক্তের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

বুধবার ওই পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৬ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, পরিচয় গোপন করে লাশ দাফন করার কারণে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই পরিবারের বেশ কয়েক জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠায়। পরে এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।