লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩ জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুবনী ও সির্ন্দুনা এলাকায় এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার নাওদাবাস এলাকার আজিজার রহমানের ছেলে দুলাল মিয়া, একই উপজেলার বাড়াইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও গেন্দুকুড়ি এলাকার আনসার আলীর ছেলে লিপন মিয়া।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন জানান, একটি বালু উত্তোলনকারী চক্র রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ধুবনী ও সির্ন্দুনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হবে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক।

Scroll to Top