রাঙ্গামাটিতে ঘুরতে গিয়ে হাতির আক্রমণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে হাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনা ঘটে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায়। নিহত ব্যক্তির নাম অভিষেক পাল। তিনি ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী।

এ প্রসঙ্গে নিহত অভিষেকের বন্ধু জানান, তারা ৬ বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজিযোগে রাঙ্গামাটির যাওয়ার পথে সকাল ৯টায় ২টি হাতির মুখোমুখি হয়। ভয় পেয়ে অভিষেক বনের দিকে দৌড়ে পালাচ্ছিলেন। এ সময় এক হাতি পিছু নিয়ে তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ী লক্ষ্মীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন। তিনি জানান, পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।