নীলফামারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়লো ২১টি দোকান

আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে এক অগ্নিকাণ্ডে ২১টি দোকান ও দোকানের রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

জানা যায়, বড়ভিটা বাজারের ছাদাকাত মাস্টারের কাপরের দোকানের আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও নীলফামারীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ২১টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়।

এতে নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই বড়ভিটা বাজারের ২১টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ছাদাকাতের দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল, রিপন ফার্মেসির ২০ লাখ টাকার ওষুধ, নাহিদ ইলেট্রনিক্স এর ২৫ লাখ টাকার মালামাল ও মোবারক স্টোরের ২৭ লাখ টাকার মালামালসহ মোট ২১টি দোকানের প্রায় ২ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।