করোনা: লকডাউনের আওতায় থাকছে না মোংলা বন্দর

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াতে আবারও লকডাউনে যাচ্ছে দেশ। আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার ঘোষিত বিধি নিষেধের আওতায় থাকছে না মোংলা সমুদ্র বন্দর। লকডাউনের সময় মোংলাবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই বন্দরের সকল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, লকডাউনের মধ্যেও জাহাজ, গাড়ি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সকল সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।