হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ২

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল কুমিল্লার হোমনা উপজেলার কাটালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই জেলে। আহত হয়েছেন আরও দুইজন। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন নিহত টিটুর পিতা নেপাল চন্দ্র দাস (৭০) ও অমূল্য চন্দ্র দাস (৪৬)। অমূল্যকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান নাজিরুল হক বলেন, ‘জেলেরা ঝড় বৃষ্টির মধ্যে কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।’

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ জানান, কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে দুইজন নিহত এবং দুই জন আহত হয়েছেন।

Scroll to Top