নোয়াখালীতে ঘরবাড়ি বাঁচাতে বেড়িবাঁধে মানব দেয়াল!

মাটির জন্য যাদের অগাধ ভালোবাসা থাকে শুধু তারাই পারে এভাবে সকল প্রাকৃতিক দুর্যোগকে নিজের পিঠে বইতে। বাড়ি-ঘর বাঁচাতে প্রিয় বেড়িবাঁধকে আগলে রাখার চেষ্টায় এই মানুষগুলোর মানব দেয়াল।

গতকাল বুধবার (২৬ মে) সকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের বেড়িবাঁধের চিত্র এটি।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল ৪-৫ ফুট পানিতে ডুবে যায়।

এসময় সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের বেড়িবাঁধটি প্রবল জোয়ারে ভেঙে পড়ার উপক্রম হলে স্থানীয় লোকজন জীবনের ঝূঁকি নিয়ে মানব দেয়াল তৈরি করে। মায়ার টান, মাটির টান এই মানুষরা তাই করে দেখালো।

Scroll to Top