মিয়ানমার থেকে আসা দুই বন্য হাতি নাফ নদীতে

বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত উপজেলা টেকনাফের পাহাড় থেকে নাফ নদীতে নেমে এসেছে মিয়ানমার থেকে আসা দুটি বন্য হাতি। গতকাল রবিবার দুপুরে সাবরাং ইউপি নয়াপাড়া পরিবেশ টাওয়ারের পূর্ব পাশে নাফ নদী প্যারাবন এলাকায় হাতি দুইটি দেখতে পায় স্থানীয় লোকজন।

এর আগে শনিবার সন্ধ্যায় পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর প্যারাবন থেকে হাতি দুইটিকে উদ্ধার করে নেটং পাহাড়ের অভ্যন্তরে পাঠিয়ে দেয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। স্থানীয়রা জানান, \’হাতি দুটি নাফ নদীর প্যারাবন এলাকায় শাহপরীরদ্বীপ জেটিঘাটে পানিতে অবস্থান করছে।

খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফনদী সাঁতরে সীমান্ত সংলগ্ন পৌরসভার জালিয়াপাড়া এলাকা দিয়ে বনাঞ্চলে প্রবেশের চেষ্টা করছিল হাতি দুটি।\’
\"Wild

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ। তিনি বলেন, \’শনিবার সন্ধ্যায় নাফ নদী প্যারাবনে দুটি মা হাতি এদিক-ওদিক ছুটছিল। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করে হাতি দুটিকে বনাঞ্চলের দিকে প্রবেশ করাতে বাধ্য করা হয়। কিন্তু পরের দিন আবারও তারা নাফ নদী তীরে নেমে এসেছে। বর্তমানে শাহপরীর দ্বীপে থাকা হাতি দুটিকে বনাঞ্চলে পাঠানোর চেষ্টা চলছে। এর আগে ২০২০ সালের ৪ আগস্ট মিয়ানমার থেকে সাঁতরে একটি মা হাতি এসেছিল।\’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, \’অতীতেও নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে বন্যহাতি বাংলাদেশ আসার নজির রয়েছে। হাতিগুলো যাতে নিরাপদে বনাঞ্চলের ফেরত যেতে পারে সে ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ।\’