পটুয়াখালীতে মাস্ক না পরায় ১৬ পথচারীকে অর্থদণ্ড

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের প্রশাসনিক অঞ্চল পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক না পরায় ১৬ পথচারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার ( ২৯ জুন) দুপুরে পৌরশহরের নতুন বাজার এবং সদর রোড এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মণ্ডল।

অর্থদণ্ড প্রাপ্ত ১৬ জন পথচারীকে মাস্ক না পরার কারণে জন প্রতি ৫০ টাকা করে এবং এক মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় সতর্কতামূলক প্রচার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মণ্ডল বলেন, মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।