কুমিল্লায় সিটি নির্বাচনে ৬ জনকে কারাদণ্ড, আটক ৫

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে সাজা দেওয়া হয়েছে ৬ জনকে। তাদের মধ্যে একজনকে দেওয়া হয়েছে তিন মাসের কারাদণ্ড। অপর পাঁচজনকে দেওয়া হয়েছে তিন থেকে এক সপ্তাহের কারাদণ্ড।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান বলেন, ছয়জনকে সাজা দেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে। নির্বাচনে ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৫টি তল্লাশিচৌকি, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩০টি টিম, ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মাঠে রয়েছেন পুলিশের ৩ হাজার ৬০৮ জন সদস্য।