আট বিভাগেই আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাত বাড়ায় কিছুটা কমতে শুরু করেছে তাপপ্রবাহ। দেশের আট বিভাগেই আজ মঙ্গলবার হতে পারে বৃষ্টিপাত এবং আগামী কয়েক দিন তা অব্যাহত থাকতে পারে।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক দিন দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, আট বিভাগেই বৃষ্টি বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে। পর্যায়ক্রমে কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবারের পর বৃষ্টিপাত বাড়ার সঙ্গে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে।