মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন এক সেনাসদস্য

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ এক সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন তার এক চাচাত ভাই। আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া এলাকায়।

নিহত রিয়ান বাবু (২১) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

যশোর সেনানিবাসে তিনি কর্মরত ছিলেন। একই ঘটনায় আহত তার চাচাতো ভাই আবু বকরকে (২০) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ্ বলেন, রিয়ান বাড়িতে এসে আজ মঙ্গলবার তার চাচাতো ভাইকে নিয়ে সিরাজগঞ্জ শহরে যাওয়ার জন্য বের হন। এ সময় তারা সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকায় পৌঁছালে উলটো দিক থেকে আসা একটা অটোভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামপুর সেতুতে ধাক্কা লাগে।

এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সেনা সদস্য রিয়ান। আহত আবু বকর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত আছেন।