শরীরের এক পাশ দিয়ে রড ঢুকে অন্য পাশে

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের থেকে পড়ে গুরুতর জখম হয়েছে মাহমুদুল হাসান (১৫) নামে এক নির্মাণ শ্রমিক। মাহমুদুলের গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারের কুলমডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে সে পড়ে যায়। পরে সহকর্মী মুহাম্মদ হাসান মাহমুদুল হাসানকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
\"\"
মুহাম্মদ হাসান জানান, সকাল থেকে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করছিল মাহমুদুল। ‘বিজয় রাকিন সিটি’ নামে একটি ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে সে অসাবধানতাবশত পড়ে যায়।

কিন্তু, মাহমুদুল পড়ে লিফটের জন্য তৈরি করা জায়গায় রডের ওপর। এতে তার শরীরের এক পাশ দিয়ে রড ঢুকে অন্য পাশে বের হয়ে ঝুলে থাকে। পরে দ্রুত সহকর্মীরা রড কেটে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর অবস্থায় মাহমুদুলকে সহকর্মীরা হাসপাতালে এনেছে। তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম