যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ নেতা নিহত ও ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ হাসপাতাল অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত যুবলীগ নেতা দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। এই ঘটনায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী- সমর্থকরা নির্বাচনী প্রচার শেষে বুধবার রাত ১১টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদে বসে গল্প করছিলেন। এসময় মোটরসাইকেলধারী একদল দুর্বৃত্ত জানালা দিয়ে উপর্যোপরি গুলিবর্ষণ করে।

সন্ত্রাসীদের গুলিতে দেওয়ানগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক নিহত হন। গুলিতে সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনার আলী, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন ও দেওয়ানগঞ্জ এ কে এম মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলায়মান হোসেনের কর্মী সমর্থকদের দায়ী করেছেন নৌকা সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সমর্থকরা।

এই ঘটনায় দেওয়ানগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Scroll to Top