ইশতেহারের সাথে বাজেটের মিল নেই: সিপিডি

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে প্রস্তাবিত বাজেটের যোগসূত্র তৈরি হয়নি। সুশাসন, আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সংস্কারের কোন উদ্যোগও নেই বাজেটে। রবিবার সকালে, রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটকে এভাবেই বিশ্লেষণ করেছে গবেষণা সংস্থা সিপিডি।

সংস্থাটি বলছে, বাজেটে নতুন চাকরি তৈরি, জেন্ডার ইস্যুর মতো জরুরি বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। সিপিডি\’র চেয়ারম্যান ড. রেহমান সোবহান বলেন, জনগনের সম্পদ যতটা না সামাজিক সুরুক্ষার জন্য ব্যবহৃত হয়, ব্যাংকিং খাতের মাধ্যমে বড় বড় ঋণ খেলাপি হওয়ার কারণে তারচেয়ে বেশি লোকসান হয়। এতে সামাজিক বৈষম্যও বাড়ছে।

বাজেটকে ব্যবসায়ী বান্ধব, কিন্তু ব্যবসা বান্ধব নয় বলে মন্তব্য করেন সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান। তবে আগের চেয়ে বাজেট অনেক বেশি স্বচ্ছ হয়েছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, দেশের ৫০ থেকে ৬০ লাখ অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নত করাই সরাকরের অগ্রাধিকার। এজন্য শিক্ষা, অবকাঠামো, বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে মনোযোগ দিচ্ছে সরকার।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top