দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বাড়লো

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। প্রকার ভেদে ২২ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।

আজ শনিবার (১৩ আগস্ট) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত দুইদিন আগে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২২ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত বুধবারে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ দেখছি ২৮ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। ২২ টাকার পেঁয়াজ আজ বিক্রি করছি ২৮ টাকা কেজি দরে। ডলারের দাম উঠানামা করায় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।

Scroll to Top