আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

ব্যক্তি পর্যায়ের করদাতার বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার শেষ সময় দুই মাস বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) এক আদেশ জারি করে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতারা ২০২৩-২০২৪ করবর্ষের রিটার্ন জমা দিতে পারবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Scroll to Top