ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় একমাত্র বাংলাদেশি আজিজ খান

মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের বিলিয়নিয়ারদের যে তালিকা প্রকাশ করেছে তাতে একমাত্র বাংলাদেশি হিসেবে উঠে এসেছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের ৭৮টি দেশে বিলিয়নিয়ার বা শতকোটি ডলারের মালিকের সংখ্যা ২ হাজার ৭৮১ জনে। এর মধ্যে ২ হাজার ৫৪৫তম স্থানে রয়েছেন আজিজ খান।

ফোর্বসের ওই তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম হওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে। মোহাম্মদ আজিজ খানের সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টের ব্যবসা, বন্দর কেন্দ্রিক ব্যবসা, ক্যাবল ব্যবসা (ফাইবার ক্যাবল) এবং আবাসন ব্যবসা রয়েছে।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতির তালিকায় ২৫৪৫তম স্থানে রয়েছেন ৬৯ বছর বয়সী মোহাম্মদ আজিজ খান। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

ফোর্বস ম্যাগাজিন বলছে, ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ারের ২২ শতাংশ শেয়ার জাপানের একটি কোম্পানির কাছে ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করেন। এর মাধ্যমে তাঁর কোম্পানির মূলধন দাঁড়ায় ১৫০ কোটি মার্কিন ডলারে। বর্তমানে তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের পরিচালনায় রয়েছেন।

ৎবর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা মোহাম্মদ আজিজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর তিন সন্তান রয়েছে।

যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। গত এক বছরে ধনীদের সম্পদ বেড়েছে প্রায় ২ লাখ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিন গতকাল মঙ্গলবার ২০২৪ সালের শতকোটিপতির নতুন তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শীর্ষ ১০ শতকোটিপতির তালিকায় রয়েছেন বার্নার্ড আরনল্ট ও পরিবার, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো ধনকুবের।