তিন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রতিবেদন অনুমোদন শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

ইসলামী ব্যাংক: কোম্পানির পর্ষদ সভা আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রতিবেদন অনুমোদন শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

ব্যাংক এশিয়া: কোম্পানির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রতিবেদন অনুমোদন শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।