পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মে) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২২৩ কোটি টাকা। এর মধ্যে ডিএসইতে ১ হাজার ১০৮ কোটি ও সিএসইতে ১১৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২৫৫ ও ২০৪০ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে এক হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Scroll to Top