fbcci

কর আদায়ের নামে হয়রানি করছে এনবিআর: এফবিসিসিআই

ভ্যাট-ট্যাক্স আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি।

তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স আদায়ের নামে হয়রানি করছে এনবিআর। শিগগিরই এ হয়রানি দূর করতে হবে।

এনবিআরের রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়া অটোমেশন করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ডলার সংকটে পণ্য আমদানিতে ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।

তবে সরকার ব্যবসায়ীদের নিয়ে ভাবছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে কাজ করছে সরকার। ভ্যাট ও ট্যাক্সের ওপর চাপ কমাতে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। কারণ সরকারের একক সফলতায় নয়, দেশের উন্নয়নে ব্যবসায়ীরা অধিক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে ২০টি শিল্পপ্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হয়।

Scroll to Top