ayesha

বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটবে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, নতুন সরকার গঠনের পর প্রথম বাজেট তাই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে। বুধবার (৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা ও মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের ব্যবস্থা থাকবে আসন্ন বাজেটে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। এ অধিবেশনেই আগামী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন।

Scroll to Top