benapol

তিন দিনেও গ্রেফতার হয়নি আসামিরা, বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের মানববন্ধন

গত তিন দিনেও আটক হয়নি কাস্টমস কর্মকর্তা রাফিউল হত্যা চেষ্টা মামলার আসামিরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন সহকর্মীরা।

সোমবার বিকাল ৩টায় কাস্টমস হাউজের গেটে যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচিতে অংশ নেন বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

কাস্টমস কর্মকর্তাদের একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট মালিক কর্মচারীরা।
গত ৮ জুন বেনাপোল পোর্ট থানায় কাস্টমসের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় দুজনকে আসামি করে মামলা করা হয়। তবে তিনদিন পার হয়ে গেলেও আসামিদের আটক করতে পারেনি পোর্ট থানা পুলিশ।

মানববন্ধনে বাকাএভ’র কেন্দ্রীয় মহাসচিব মুজিবুর রহমান বলেন, পুলিশের নির্লিপ্ততা আমাদেরকে হতাশ করেছে। অবিলম্বে হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের আটক করে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাকাএভ’র কার্যকরী সভাপতি রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, বেনাপোল ইউনিটের সভাপতি হেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক হৃদয় সাহা।

সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন। এ সময় আরও বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, জাহিদুর রহমান, আব্দুস সামাদ, প্রমুখ।

Scroll to Top